চট্টগ্রামে ‘স্বেচ্ছাবন্দি’ না থাকায় ৮ জনকে জরিমানা

হোম কোয়ারেন্টাইনে (স্বেচ্ছাবন্দি) না থাকায় বিদেশফেরত ৮ ব্যক্তিকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফটিকছড়িতে ওমান ও সৌদিআরব ফেরত দুইজনকে ৫৫ হাজার টাকা, রাউজানে ওমান ফেরত একজনকে ২০ হাজার টাকা, সাতকানিয়ায় সৌদিআরব ফেরত একজনকে ১০ হাজার টাকা, রাঙ্গুনিয়াতে আবুধাবি ফেরত একজনকে ১০ হাজার টাকা, মিরসরাইতে আমেরিকা ফেরত ১০ হাজার টাকা, বাঁশখালীতে বাহরাইন ফেরত একজনকে ১০ হাজার টাকা, পটিয়ায় সৌদিআরব ফেরত একজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে স্বেচ্ছাবন্দি অবস্থায় থাকতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও সাতকানিয়া ও আনোয়ারা উপজেলায় ৪টি কোচিং সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!