চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষায় আটক ৩ ভুয়া পরীক্ষার্থী

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে আসা তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে সিভিল সার্জন কার্যালয়ের ভাইভা বোর্ড।

বুধবার (৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভাইভা বোর্ড তাদের আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন—জয়নাল আবেদীন চৌধুরী, মো. জাবেদ ও রনি দাশ।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, স্বাস্থ্য সহকারী পদে ভাইবা দিতে আসা পরীক্ষার্থীদের মধ্যে তিনজনের আচরণ সন্দেহজনক লাগে। তখন ভাইবা বোর্ড তাদের যাচাই-বাছাই করে। পরে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm