চট্টগ্রামের স্বাস্থ্যখাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চট্টগ্রামে ১০ হাজার শয্যার আইসোলেশন সেন্টার স্থাপন, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের সুবিধার্থে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, করোনা টেস্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানানো হয়।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় নগরীর জিইসি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে ও মশিউর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, সুশময় চৌধুরী, নুরুল আফসার, জসিম উদ্দিন মোবারক, আজম সাদেক ও আবু জাফর মাহমুদ।
এতে বক্তারা বলেন, সকল হাসপাতালে কোভিড, নন কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। চট্টগ্রামে ১০ হাজার বেডের আইসোলেশন সেন্টার স্থাপন করতে হবে। আইসোলেশন সেন্টারে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইসোলেন সেন্টারেই রাখতে হবে কোভিড টেস্টের ব্যবস্থা। এজন্য প্রতিটি আইসোলেন সেন্টারে পিসিআর মেশিন ও জেনেক্সপার্ট মেশিন স্থাপন করতে হবে।
সভায় যেসব বাড়িওয়ালারা কোভিড চিকিৎসকদের হয়রানি করছেন তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
পথযাত্রায় সাংগঠনিকভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর, জননেতা রহমতউল্লাহ চৌধুরী ফাউন্ডেশন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, চৈতগ্রাম, জনগণের চট্টগ্রাম, বঙ্গবন্ধু পরিষদ, ব্রিগেড-৭১, ইকো, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ, নজির কৃষ্ণ চৌধুরী স্মৃতি ট্রাস্টের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
এতে আরও বক্তব্য রাখেন, হাসান মারুফ রুমি, আসমা আক্তার, রুবা আহসান, অপূর্ব কুমার নাথ, ড. ওমর ফারুক, সরওয়াল আলম মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী রাজেশ ইমরান, নাসির জসি, জয়নুদ্দিন জয়, বেলাল হোসেন, মো. ইলিয়াস প্রমুখ।
এফএম/এএইচ