চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে হত্যায় সহযোগিতায় করায় বোনের স্বামীকে যাবজ্জীবন কারাভোগের সাজা দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান এ রায় দেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—মো. জামিন (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করপাশ ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের দুলু বাড়ির শাহ আমিনের ছেলে। অপরজন তার বোনের স্বামী মো. মোস্তফা (২৪)। তিনিও জেলার নিকলী থানার দামপাড়া গ্রামের সুন্দরনবন মোড় রফিকের বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুনের স্বামী মো. জামিন ২০২৩ সালের ১৪ জানুয়ারি পারিবারিক বাকতিণ্ডবতার এক পর্যায়ে স্ত্রী রাবেয়া খাতুনকে ছুরিকাঘাত করেন জামিন। পরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারি রাবেয়ার বাবা আব্দুল মালেক বাদি হয়ে নগরীর হালিশহর থানায় মো. জামিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন হালিশহর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল কুমার দাশ। অভিযোগপত্রে মো. জামিন এবং তার সহযোগী মো. মোস্তফাকে অভিযুক্ত করা হয়। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেন।

আদালত মো. জামিনকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর আসামি মো. মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm