চট্টগ্রামে সিপিডিএলে আরেক আত্মহত্যা, স্বামীর সঙ্গে অভিমানে এবার স্ত্রীর গলায় দড়ি

চট্টগ্রাম নগরীর জামালখানে টিভি দেখা ও রুম গোছানো নিয়ে ঝগড়ার পর রুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গায়ত্রী চৌধুরী নামের এক গৃহবধূ।

সোমবার (১১ জুলাই) দুপুর ২টায় জামালখানের ম্যাজেস্ট্রা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত গায়ত্রী চৌধুরী (৩৬) ওই ভবনের রিটন চৌধুরীর স্ত্রী।

রিটন চৌধুরী বলেন, ‘দুপুরে আমাদের ঘরের ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। টিভি দেখা ও রুম গোছানো নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সে রুমে চলে যায়। এর ১০-১৫ মিনিট পর রুমে গিয়ে দেখি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে গায়ত্রী। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়িত্রী চৌধুরী নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm