চট্টগ্রামে সিপিডিএলের ছাদ থেকে লাফিয়ে পড়ে মহিলার মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নমিতা চৌধুরী নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টায় নগরীর সিরাজউদ্দৌলা রোডের সিপিডিএলের একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত নমিতা চৌধুরী (৭১) প্রবীর চৌধুরীর স্ত্রী। দীর্ঘদিন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বৃদ্ধার ছেলে অনিকেত চৌধুরী বলেন, ‘আমার মা অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন। সকালে নাস্তা করে বিল্ডিংয়ের ছাদে যান। পরে বিল্ডিং থেকে নিচে পড়ে যান।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আহত অবস্থায় উদ্ধার করে নমিতা চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে সিরাজউদ্দৌলা রোডের সিপিডিএলের একটি ভবনের ১০ তলার ছাদ থেকে লাফ দেন নমিতা চৌধুরী নামের এক বৃদ্ধা। খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে আনা হয় তাকে। পরে জরুরি বিভাগের ডাক্তার বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm