চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ওপরে উঠল বাস, নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালীর আরাকান সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে ভয়াবহ এ সংঘর্ষ ঘটে।

জান গেছে, পটিয়ার বাদামতল থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কালুরঘাটের দিকে যাচ্ছিল। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবারে এসেছিল কয়েকদিন আগে। আজ (বৃহস্পতিবার) সকালে নেত্রকোনা ফিরে যাচ্ছিলো। ফিরতি পথে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

s alam president – mobile

এতে ঘটনাস্থলেই চার জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সিএনজির চালকসহ মারা যাওয়া যাত্রীদের হাত-পা কেটে সিএনজি থেকে বের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আরেকজন মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন, বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি। তবে এর মধ্যে একজন মহিলা।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের নেয়ার পর আরেকজন মারা গেছেন

Yakub Group

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্ব ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, বোয়াখালীতে বাস সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ৪ জন মারা যায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। জলিল নামের একজনের অবস্থা আশংকাজনক।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!