চট্টগ্রামে সাতই মার্চের ভাষণ দিয়ে পুরস্কার পেলো ফাহমিদ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়ে প্রথম পুরস্কার পেলেন মো. ফাহমিদ। সে নগরীর পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগিকে হারিয়ে সাতই মার্চ বঙ্গবন্ধুর মতো হুবহু ভাষণ দেয় ফাহমিদ।

সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী আয়োজনে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র মো. সিদ্দিক। তৃতীয় স্থান অর্জন করে মো. রবিউল ইসলাম।

বুধবার (৮ মার্চ) পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে সাতই মার্চ উপলক্ষে আয়োজিত ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

s alam president – mobile

স্কুল কমিটির সভাপতি ও সদরঘাট থানা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আফসার উদ্দিন।

এতে বক্তব্য রাখেন সদরঘাট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার, স্কুল পরিচালনা কমিটির সদস্য রাহাত, ২৯ নম্ব ওয়ার্ড যুবকন্টের সাধারণ সম্পাদক হোসেন সিরাজী রাসেল, যুবলীগ নেতা নূরুল আফসার লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান রাব্বানী, ওমর ফারুক ফয়সাল, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুবায়ের খান জুরাত প্রমুখ।

Yakub Group

সভায় বক্তারা বলেন, সাতই মার্চ উপলক্ষে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা জানতে পেরেছে বঙ্গবন্ধুকে এবং তার অর্জনগুলো। বঙ্গবন্ধুর এই একটি ভাষণই বাংলাদেশ স্বাধীন হওয়ার বীজ বুনে দিয়েছিল— তাও শিশুদের জানানো গেছে। এসব শিশুর মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্নকে জাগিয়ে দিতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm