চট্টগ্রামে সাড়ে পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়াচ্ছে আজ

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরীর ৪১টি ওয়ার্ডে এক হাজার ৩২১টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

পাশাপাশি ১ থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৫৫ হাজার শিশুকেকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধুমাত্র সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্র সমূহে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া পথশিশুদের টিকাদান নিশ্চিতে ‘মোবাইল কেন্দ্র’ কাজ করবে।

উল্লেখ্য, গত বছরের ১৫-১৯ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে চসিক এলাকায় ৬-১১ মাস বয়সী ৭৮ হাজার ৪৮৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৪৬ হাজার ৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যার অর্জিত লক্ষ্য মাত্রা ছিল শতকরা ৯৫ দশমিক ৯৭ শতাংশ ও ৯৬ শতাংশ।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm