চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ হেলাল আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
আহতরা হলেন—চালক মো. রিয়াদ (৩০), যাত্রী সাজ্জাদ (৩০) ও আয়াছ (৩৫)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে দ্রুতগতির একটি সাদা মাইক্রোবাস (চট্টমেট্রো ১১-৬৭৫৩) উল্টো পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক রিয়াদ, সাজ্জাদ ও আয়াছ গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পান মোহাম্মদ হেলাল। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হেলালের মৃত্যু হয়। আর আহত তিনজনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
আইএমই/এমএফও