চট্টগ্রামে শোক ও শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

আলোচনা সভা, শোভাযাত্রা, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ নানা কর্মসূচিতে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নগরীর দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও ১৫ অগাস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার মূল আসামিদের বিচার ও বিচারের রায় কার্যকর হলেও নেপথ্যের কুশীলবরা আড়ালে রয়ে গেছে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।’

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর বিশালত্ব দিন দিন বাড়ছে। ৭৫’র ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে যারা জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিল তারাই এখন ইতিহাসের ঘৃণীত আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তবে তাদের প্রেতাত্মারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে সমাজকে সম্মিলিতভাবে পাপমুক্ত করতে হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী ও হাজী জহুর আহমেদ, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম এবং উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী প্রমুখ।

চট্টগ্রাম জেলা প্রশাসন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকর্যালি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোক র্যালিটি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ। মুখ্য আলোচক ছিলেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

সিএমপি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি র্যালি বের। এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। এছাড়াও সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাহাবুবর রহমান। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিডিএ

জাতির জনকের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে বৃহস্পতিবার সকালে কুয়াইশ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ সিডিএর সচিব, বোর্ড মেম্বার, সিনিয়র কর্মকর্তাগণ। পরে সিডিএ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নগরীর কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিটিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ
নগরীর কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিটিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ

চট্টগ্রাম নাগরিক উদ্যোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেন না তাদের এদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতা নেই।’ জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে শোকযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী বাবু, চট্টগ্রাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ফেরদৌসী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিএমএ সদস্য ডা. হোসেন আহমেদ, ইয়াং
ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য প্রকৌশলী রাজীব বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, এসএম এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের র্যালি
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের র্যালি

উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক লীগ নেতা শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ঈসা, সাইফুদ্দিন খালেদ বাহার, জামশেদুল আলম চৌধুরী, ফারুক আহমেদ, ন্যাপ নেতা মিতুল দাশগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, তরুণ আওয়ামী লীগ নেতা পুলক খাস্তগীর, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ খোরশেদ, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, কবি সজল দাশ, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য বোখারী আজম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শহীদুল কাউসার, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, মিথুন মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, সাবরিনা চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, রায়হান মাহমুদ, ইমরান আলী মাসুদ, এমআই চৌধুরী শহীদ, কাজী মো. আমান উদ্দিন, তরুণ সংগঠক জনি বড়ুয়া, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সন্জয়িতা দত্ত পিংকি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নওরিন আক্তার।
নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের সামনে থেকে বেলা ১১টায় চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এক শোকযাত্রা বের করে।

উল্লেখ্য, গত তিনবছর ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে এ নাগরিক শোকযাত্রার আয়োজন করে আসছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ। এবার এ আয়োজনে নেতৃত্ব দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কুতুব উদ্দিন শাহ ইমন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সাহাব উদ্দিন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!