চট্টগ্রামে শীতার্তদের পাশে সিআইডি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিট।

চট্টগ্রামে শীতার্তদের পাশে সিআইডি 1

শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর নগরের চকবাজার মিসকিন শাহ মাজার ও দেবপাহাড় জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সংস্থাটির চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শাহনেওয়াজ খালেদ এবং সংস্হাটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শাহনেওয়াজ খালেদ বলেন, তীব্র শীতে গরম পোশাকের অভাবে লোকজন কষ্ট পাচ্ছেন। তাই লুজিন ফ্যাশন নামক একটি পোশাক কারখানার সহায়তায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm