চট্টগ্রাম নগরের হাজারো শীতার্ত মানুষের হাতে কম্বল দিল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে এক হাজার পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেলের যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, এম এ মালেক, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার ইফতেখার।
এমএফও