চট্টগ্রামের পটিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. ফরিদ (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।
এছাড়া ফরিদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি জিকো বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, পটিয়ার হাবিলাসদ্বীপ এলাকায় ২০২০ সালের ১৩ জুলাই নির্জন বাসায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী মো. ফরিদকে অভিযুক্ত করে শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেন।
২০২১ সালের ২২ নভেম্বর আসামি ফরিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়। আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরিদ আদালতে উপস্থিত ছিলেন।
আইএমই/ডিজে