চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির অপরাধ স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও স্বাক্ষীদের বয়ান বিবেচনা করে এই রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামির নাম রিপন হাওলাদার (৩৫)। তিনি বরিশালের হিজলতলা এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে। নগরের বায়েজিদ বোস্তামি থানার নেজাম হামজা জে এল নং-১০ এলাকার বাবুলের ভাড়াঘরে থাকতেন রিপন।

মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন গালিব এ রায় দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর আসামি রিপনের ঘরে এ যৌন নিপীড়নের ঘটনা ঘটে। সেদিন শিশুটির বাবা-মা ঘরে না থাকায় বিকেল ৫টার দিকে একটি ফোন নম্বর লিখে দিবে বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন রিপন। এরপর সেখানে যৌন নিপীড়নের শিকার হয় শিশুটি। পরে শিশুটি তার বড় বোনের বাসায় গিয়ে বোনকে পুরো ঘটনা জানালে, তিনি শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় একই দিনে ভুক্তভোগী শিশুর মা নগরের বায়েজিদ বোস্তামী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, ২০১৮ সালের ২৩ জানুয়ারি এ মামলায় আদালতে চার্জশিট দেন মামলা তদন্ত কর্মকর্তা। এতে নয় জনকে সাক্ষী করা হয়। পরে ২০১৯ সালের ৩০ মে চার্জ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন আদালত। এ মামলায় ছয় জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ।

ট্রাইব্যুনাল পিপি নিখিল কুমার নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রিপন হাওলাদারকে যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে কারগারে পাঠানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm