চট্টগ্রাম নগরীর একটি কবরস্থানে শিশুর লাশ দাফন করতে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ ওঠছে মোতোয়াল্লীর নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে। তবে মৃত শিশুর পরিবারের সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি।
অথচ এই কবরস্থান গরিবদের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন জায়গার মালিক।
সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাহিয়া নামের পাঁচ মাসের মৃত এক শিশুর দাফন নিয়ে এ ঘটনা ঘটে নগরীর পতেঙ্গার চরপাড়া মহিলা কলেজ এলাকায়। তাহিয়া ওই এলাকার শাহাদাত হোসেনের মেয়ে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ ধুমপাড়া বায়তুর রহমত জামে মসজিদের কবরস্থানে নিয়ে গেলে মোতোয়াল্লীর নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শামসুল আলম ৫০ হাজার টাকা দাবি করেন।
টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে শামসুল আলম বলেন, ‘শিশুটিকে কবর দেওয়ার বিষয়ে কোনো টাকা-পয়সা চাইনি। তবে মাটি ভরাট করতে ২-১ হাজার টাকা সবার কাছ থেকে চেয়ে থাকি।’
কবরস্থানের জায়গাটির মালিক শামীমুল হক রায়হান বলেন, ‘কবরস্থানটি আমার বাবা মৃত আব্দুল হকের কেনা সম্পত্তি। এটি আমাদের পারিবারিক কবরস্থান। তবে এলাকার গরিব, সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত।’
মৃত শিশুর চাচা সোহেল রানা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কবর স্থানের দায়িত্বে থাকা ওই ব্যক্তি লাশ দাফন করতে গেলে ৫০ হাজার টাকা দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে অনেকে স্ট্যাটাসও দেন।’
জেএস/ডিজে