চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ১৬ ছাত্র আটক
পুলিশ-সাংবাদিকসহ আহত ১০
চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে।
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় আন্দোলনকারী ১৬ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া আহত হয়েছে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১০ জন।
সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে জামালখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিলে অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীরা।
তাৎক্ষণিক এদের মধ্যে নগরীর সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের ছাত্র আজমাঈন করিম নিহাল, আইন কলেজের শিক্ষার্থী নজরুল ও গাছবাড়িয়া ডিগ্রি কলেজের ছাত্র জুলহাজ হোসেনের পরিচয় পাওয়া গেছে।
এছাড়া ঘটনাস্থলে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ক্যামেরাম্যান মো. আবু জাবেদ ও দৈনিক ডেইলি স্টারের ফটো করেসপন্ডেন্ট রাজিব রায়হান আহত হন। একইসঙ্গে কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী ও এসআই মোশাররফসহ চারজন পুলিশ সদস্য আহত হন।
সরেজমিন দেখা গেছে, বিকাল ৩টার দিকে চেরাগী পাহাড় মোড়ে ২০-৩০ জন আন্দোলনকারী জড়ো হয়। এরপর তারা ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। ২০ মিনিট পর পুলিশ আন্দোলনকারীদের ওপর দুটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গের পর একটি অংশ আন্দরকিল্লা দিকে চলে যায় এবং অপর একটি অংশ যায় চকবাজারের দিকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ নগরীর জামালখান ও চেরাগী মোড় থেকে কোতোয়ালী থানা পুলিশ ১৬ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন। এছাড়া কোতোয়ালী থানার এসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরের পর থেকে জামালখান এলাকায় জড়ো হলে তাদের বাসায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। পরে সেখান থেকে এক আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
এদিকে এ সময় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে জামালখান ওয়ার্ড আওয়ামী লগের একটি মিছিল বের করা হয়। প্রায় শতাধিক নেতাকর্মীসহ কাউন্সিলর মিছিল নিয়ে জামালখান প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন। পুলিশের সঙ্গে কাউন্সিলরের সঙ্গে থাকা নেতাকর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী জানান, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এছাড়া এসআই মোশারফ হোসেন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ডিজে