চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির তিনটি পদে মোট পাঁচজনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলোর জন্য অনলাইনে আবেদন করা যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
পদের বিবরণ
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : চট্টগ্রাম
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদ ভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বয়স
প্রার্থীর বয়স ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহীরা মেরিন একাডেমির ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা
কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম-৪২০৬।
আবেদন ফি
ট্রেজারি চালানের মাধ্যমে ১ নং পদের জন্য ১০০ টাকা, ২-৩ নং পদের জন্য ৫০ টাকা পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।