চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে প্রতারণা, দুই যুবক আটক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে ২ প্রতারককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৩ আগস্ট) নগরের কোতোয়ালীর চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার এরশাদ রহমান (৩০) ও কলাউজান এলাকার মারুফ হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান।

তিনি বলেন, ‘ইউনুছ নামের এক ব্যক্তির বেহাত হওয়া দুটি দোকান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে এরশাদ ও মারুফ গত মার্চ মাসে তার কাছ থেকে দু’দফায় পাঁচ লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করায় বিষয়টি নিয়ে ইউনুছ র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করে। বৃহস্পতিবার রাতে তারা দু’জন ইউনুছের কাছ থেকে আরও এক লাখ টাকা আদায়ের জন্য তার বাসায় গেলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

তিনি আরোও বলেন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে সু-সম্পর্ক আছে দাবি করে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে তারা। দু’জনকে কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm