চট্টগ্রামে র‌্যাব আটকের পর ‘হঠাৎ অসুস্থ’ ব্যবসায়ী মারাই গেলেন

র‌্যাবের হাতে আটক হয়ে হঠাৎ ‘গুরুতর অসুস্থ’ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন রাঙামাটির এক ব্যবসায়ী।

নজরুল ইসলাম বাবুল (৬০) নামের ওই ব্যবসায়ী রাঙামাটির অঙ্গশোভা নামে একটি পোশাকবিক্রেতা প্রতিষ্ঠানের মালিক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর আগে মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে পাঁচলাইশ থানার শেভরন ল্যাবের সামনে থেকে নজরুল ইসলাম বাবুলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ জানিয়েছেন, গত রাতে নজরুল ইসলাম বাবুলকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আমরা আটক করি। তার পরিচয় নিশ্চিত ছিলাম না আমরা। জিজ্ঞাসাবাদে যখন নিশ্চিত হই তিনিই সেই হত্যামামলার আসামি, তখন বুক ব্যথা হচ্ছে জানান বাবুল। সঙ্গে সঙ্গে আমরা তার স্ত্রীকে সঙ্গে দিয়ে হাসপাতালে পাঠাই। তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান।

র‌্যাব অধিনায়ক বলেন, নজরুল ইসলামের চিকিৎসার কাগজপত্র আমরা দেখেছি। তার হার্টে ব্লক আছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের হেফাজতে ছিলেন না।

মারা যাওয়া নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার হত্যামামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে দাবি করেছে র‌্যাব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!