চট্টগ্রামে রেল সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রেলওয়ে বাইরে থেকে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগের চিন্তা ভাবনা থেকে সরে আসতে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের সর্বস্তরের কর্মকর্মচারীরা। কর্মসূচিতে রেলওয়ের নির্ধারিত ক্যাডার থেকে মহাপরিচালক (ডিজি), মহাব্যবস্থাপক (জিএম), প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস)সহ অন্যান্য পদে কর্মকর্তা নিয়োগের রীতি অব্যাহত রাখতে দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের পাহাড়তলীর রেল প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক রেল কর্মকর্তা কর্মচারীরা।

মানববন্ধনে রেল কর্মকর্তা কর্মচারীরা বলেন, রেলের নির্ধারিত ক্যাডার থেকে মহাপরিচালক, মহা ব্যবস্থাপক, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পদে রেল অভিজ্ঞ কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে।

সম্প্রতি বাহির থেকে কর্মকর্তা এনে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে রেলওয়ে পরিচালনার মতো আত্মঘাতী চিন্তা-ভাবনা করছে বলে শোনা যাচ্ছে। এমন আত্মঘাতী সিদ্ধান্তের ভাবনা থেকে সরে না এলে, সচল রেল অচলে দায়ভার রেল উপদেষ্টা, সচিব, আমলাদের নিতে হবে বলে কর্মসূচি পালন করা নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm