চট্টগ্রামে রেল শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা
রেল পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানা শাখায় শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। চট্টগ্রামের খুলশী থানায় হামলায় আহত রাজীব দাশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় সিরাজ গ্রুপ সমর্থিত নাসির ও জুয়েলসহ ২০ জনকে আসামি করা হয়েছে। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রেল শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন ৩ জন।
এ ঘটনায় রাজীব দাশ (মামলার বাদী) ও নাসির উদ্দিন নামে দুই রেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।
খুলশী থানার উপপরিদর্শক ইনাম এলাহী বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান।
রেলওয়ে পাহাড়তলী কারখানার কর্মব্যবস্থাপক রাশেদ লতিফ বলেন, কারখানা কাজের জায়গা, বাইরের ক্লেশে কেউ কাজে বিঘ্ন ঘটনোর চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
জেএস/কেএস