রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের সিজিপিওয়াইয়ে দুটি ডিজেল তেলবাহী ভাউচারের প্রায় ৮০ হাজার লিটার ডিজেল নালায় পড়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, লাইনের ত্রুটিজনিত কারণেই ভাউচার দুটি ক্র্যাক করেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা চট্টগ্রাম রেলে সিজিপিওয়াই হতে ঢাকাগামী ডিজেলবাহী ভাউচার (৬১১৮৪ ও ৬০০৪) থেকে ৮০ হাজার লিটার ডিজেল নালায় পড়ে যায়।
সিজিপিওয়াই ইয়ার্ড মাস্টার এসএম মালেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লাইনের ত্রুটিজনিত কারণে দুটি ডিজেলবাহী ভাউচার ক্র্যাক করে।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (সিআই) ইয়াসিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রাম সিজিপিওয়াই ইয়ার্ড থেকে ১৪টি ডিজেলবাহী ভাউচার ঢাকার উদ্দেশ্য রওনা দেওয়ার সময় রেললাইনে ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। ফলে ৩৬-৪০ হাজার লিটারের দুটি ভাউচারে প্রায় ৮০ হাজার লিটার তেল নালায় পড়ে যায়।
জেএস/ডিজে