চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির মতবিনিময় সভা পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে। এছাড়া জেলা কমিটির সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ২০ সদস্য স্বাক্ষর করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতির কাছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় খুলশীর পাহাড়তলী শাহীর কমিউনিটি সেন্টারে রেলওয়ে পোষ্য সোসাইটির সভা হওয়ার কথা থাকলেও অনুমতি না নেওয়ায় পুলিশ তা বন্ধ করে দেয়।
জানা গেছে, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে রেলওয়ে পোষ্য সোসাইটির মতবিনিময় সভা শনিবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে যোগ দিতে সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছান। জেলা কমিটি ৩১ সদস্যের মধ্যে ২০ জন সভাপতি সাইদুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন কেন্দ্রীয় কমিটির সভাপতির কাছে।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রানা।
এছাড়া জেলা সভাপতি সাইদুজ্জামানের বিরুদ্ধে চাকরি সংক্রান্ত জটিলতা নিরসন, মামলা চালানো এবং সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর বলেন, ‘থানার অনুমতি না নেওয়ায় এবং কিছু ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সভা স্থগিত রাখা হয়েছে।’
এদিকে অভিযোগের বিষয়ে জেলা কমিটির সভাপতি সাইদুজ্জামান সিপনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, ‘থানার অনুমতি না নিয়ে রেলওয়ে পোষ্য সোসাইটি মতবিনিময় সভার আয়োজন করে। বিভিন্ন অভিযোগ ও সংঘাতের আশঙ্কা থাকায় অনুষ্ঠান বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়।’
জেএস/ডিজে