চট্টগ্রামে রেলওয়ের দুই একর ভূমি উদ্ধার

চট্টগ্রাম নগরের জোড় ডেবারপাড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় এই অভিযান পরিচালনা করেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রেলওয়ের জায়গা দখল করে আধাপাকা ও টিনশেড বাড়ি নির্মাণ করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে। তারা এসব স্থাপনা ভাড়া দিয়ে মোটা অংকের টাকা ও মাদকদ্রব্য বিক্রির নিরাপদ ঘাটি হিসেবে ব্যবহার করে আসছিল। এমন অভিযোগ পেয়ে আজ অভিযান পরিচালনা করে এক হাজার অবৈধ স্থাপনা (২ একর) উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ের কর্মকর্তা, পুলিশ ও আরএনবির সদস্যরা।

জেএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm