চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহীর হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামে দায়িত্বপালনরত অবস্থায় ট্রেনের কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সিপাহির।

চট্টগ্রাম স্টেশনে ময়মনসিংহ হতে আগত চট্টগ্রাম বিজয় এক্সপ্রেসে ট্রেন ঢুকার পথে দায়িত্বপালনের সময় অসর্তক থাকায় এই দুর্ঘটনা ঘটে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম রেলস্টেশনে হাত হারানো সিপাহীর নাম আবু জাফর মুন্না (৩৫)। তিনি অস্ত্র শাখায় কর্মরত।

চট্টগ্রাম সিআই আমান উল্লাহ আমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন প্রবেশের সময় কদমতলী রেল লাইনে দায়িত্ব পালনকালে রেললাইনে হোচট খেয়ে অসর্তক এ সিপাহী ট্রেনেের ইঞ্জিনের নিচে পড়ে গেলে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শহিদ উল্লাহ বলেন, ‘আহত মুন্নার সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।’

জেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm