চট্টগ্রামে ‘রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা’ শুরু, অংশ নিলেন শতাধিক বিতার্কিক

যুক্তিবোধ ও মুক্তচিন্তার বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে শুরু হয়েছে ‘রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা’। এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজের শতাধিক বিতার্কিক অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। জাতীয় সংগীত পরিবেশনা, চট্টগ্রামের ইতিহাস–ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন স্মারক পাঠ করেন প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, রবি আজিয়াটা পিএলসির হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান, শিক্ষাবিদ ব্রিজেট ডায়েস এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, সঞ্চালনা করেন সহ-সভাপতি সাবের শাহ।

উদ্বোধনী বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর। এখানে পাহাড়, নদী, সাগর ও স্বাধীনচেতা মানুষ রয়েছে। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছি। নারীদের ক্যান্সার সচেতনতা তৈরি ও বিনা–মূল্যে টাইফয়েড টিকা প্রদানে উদ্যোগ নিয়েছি। অক্টোবর মাসকে ‘পিংক মাস’ হিসেবে ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে। দৃষ্টি ও রবিকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগের জন্য। আপনাদের মতো সংগঠনগুলো এগিয়ে এলে আমাদের ছেলেমেয়েরা যুক্তিবাদী ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। এসময় মেয়র আগামী জানুয়ারিতে চট্টগ্রামসহ সারাদেশের স্কুল–কলেজ নিয়ে ‘মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতা’র ঘোষণা দেন।

আবদুন নূর তুষার বলেন, বাঙালি হয়তো অনেক কিছুতে বিশ্বে প্রথম হতে পারেনি, কিন্তু বিতর্কে আমরা সেরা। গত ৩২ বছর ধরে যুক্তিনির্ভর তারুণ্য গড়ে তুলছে দৃষ্টি চট্টগ্রাম। বিতর্ক তরুণদের চিন্তা, যুক্তি ও মেধা বিকাশে সবচেয়ে কার্যকর হাতিয়ার।

শরিফ শাহ জামাল রাজ বলেন, রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা এমন একটি প্ল্যাটফর্ম যা তরুণদের শেখায় চিন্তা করা, যুক্তি গঠন করা ও অন্যমতকে শ্রদ্ধা করা। রবি বিশ্বাস করে, চিন্তা ও সংলাপের মাধ্যমেই গড়ে ওঠে আগামীর নেতৃত্ব।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, বিতর্ক মানে নিজেকে সমৃদ্ধ করা। যুক্তি ও মননের চর্চা জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। চট্টগ্রামের সাংগঠনিক বিতর্কের এটি ৩০তম বছর। আগামী বছর সারাদেশব্যাপী ৩১তম বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ksrm