চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্র আন্দোলনে হামলার মামলায়

চট্টগ্রামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম দেলোয়ার হোসেন খোকা। তিনি নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, ‘দেলোয়ার হোসেন খোকা একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, শনিবার আগ্রাবাদ এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় খোকাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm