মিরসরাই থেকে একটি গরু চুরি করে যাত্রীবাহী বাসে তুলে নগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকা দিয়ে নিয়ে যাওয়ার সময় গরুটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গরু বহনকারী বাসটিও জব্দ করে পুলিশ।
জানা গেছে, মিরসরাইয়ের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের কেরামত আলী সওদাগর বাড়ির সিরাজুল ইসলামের পুত্র মো. মাসুদের একটি গরু রাস্তার পাশ থেকে বাসে তুলে নিয়ে যায় চোরের দল। গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) রফিক আহম্মদ মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট এলাকায় গরুবাহী বাসটি সিগন্যাল দিলে না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। এরপর তাদের ধাওয়া করে আকবরশাহ এলাকার শাপলা আবাসিক এলাকা থেকে গরুটি উদ্ধার করি। এ সময় গরু বহন করা বাসটি জব্দ করে থানায় হস্তান্তর করি। চুরির সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের ধাওয়ার কারণে বাস রেখে তারা পালিয়ে গেছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ