চট্টগ্রামে মোসলেমের শোকসভায় মাথা ফাটলো আ জ ম নাছিরের

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য প্রয়াত মোসলেম উদ্দিন আহমেদের শোকসভায় আহত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। কাচের দরজা ভেঙে তার মাথা ফেটে গেছে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। তার মাথায় চারটি সেলাই পড়েছে।

শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে মোসলেম উদ্দিনের শোকসভা শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আ জ ম নাছিরকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তার মাথা চার সেলাই পড়েছে।

ঘটনাস্থল ঘুরে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার সময় শোকসভার প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য শেষ করে সভাস্থল ত্যাগ করছিলেন।

ওইসময় নেতাকর্মীদের হুড়োহুড়িতে কনভেনশন সেন্টারের কাচের দরজা ভেঙে যায়। কাচের আঘাতে আ জ ম নাছির উদ্দিনের মাথা ফেটে যায়। নাছির ছাড়াও আরো অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm