চট্টগ্রামে মোটর পার্টস চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর মোটর পার্টস চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট নবাব কমিউনিটি সেন্টার গলিস্থ নুর মমতাজ টাওয়ারের নিচতলায় সিলভার ট্রেড দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন, আবুল হোসেন (৩০), ওমর ফারুক (২৬), আনোয়ার হোসেন (৪০) ও আব্দুর রহমান (২৮)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বন্দর থানার বড়পুকুর পাড় এমএ আজিজ মসজিদের দক্ষিণ পাশের মুনির নগর চৌচালা এলাকায় সামছুদ্দিন ও আবু সুফিয়ানের মালিকানাধীন এস এস অটোমোবাইলস গোডাউনের ভেতর থেকে গোডাউনের পিছনের দিকে লোহার দরজা কেটে চোরেরা ত্রিশ লক্ষ টাকার ৪০ কার্টুন পার্টস চুরি করে নিয়া যায় যায়।

চুরির ঘটনায় মামলা দায়েরর ৪৮ ঘণ্টার মধ্য চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, মামলার ঘটনায় চুরি অবশিষ্ট মালামাল উদ্ধারের আইনী কার্যক্রম অব্যাহত আছে।

আরআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm