চট্টগ্রামে করোনা শনাক্ত নিম্নমুখী হলেও আবারও ৩ এর ঘরে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে শনাক্ত ২৫ জনের মধ্যে নগরের ১৪ এবং উপজেলা পর্যায়ের ১১ জন।
তাতে করে চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৯০৪ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৭৮০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ১২৪ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ৩০৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৮৮ জন।
বুধবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন অফিস।
তিনি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ১ হাজার ৬০৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫ জনের।
ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫১৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি। ইপিক হেলথ কেয়ারে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলা পর্যায়ে শনাক্তদের মধ্যে বোয়ালখালীতে ৫ জন, রাউজানে ৩ জন, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ১ জন করে শনাক্ত হয়। এদিন, লোহাগাড়া, সাতকানিয়ায়, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, এবং সন্দ্বীপে কোন করোনা শনাক্ত রোগী পাওয়া যায়নি।
এমএহক