মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকপ্রিয়তা পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এর আগে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, যমুনা ব্লকবাস্টার ও সিনেস্কোপ নারায়ণগঞ্জে মুক্তি পায় ‘চন্দ্রাবতী কথা’।
ষোড়শ শতকের বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতীর বেদনাবিধুর জীবন ও সমকালীন সমাজচিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’ ইতিমধ্যেই সাধারণ দর্শকদের মাঝে বিপুল আগ্রহের সঞ্চার করেছে।
চন্দ্রাবতী কথার চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়ানন্দ চরিত্রে ইমতিয়াজ বর্ষন, অশোক চরিত্রে নবাগত তনয় অভিনয় করেছেন।
এছাড়া অভিনয় করেছেন প্রথিতযশা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত এবং স্থানীয় গ্রামবাসী।
সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর সেন্সর বোর্ড সিনেমাটি আটকে রাখে এক বছরেরও বেশি সময়। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পায় ‘চন্দ্রাবতী কথা’।
ছবিটি প্রযোজনা করে যৌথভাবে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনস।