চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিলো জেলা পুলিশ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কাজী ফার্মস লিমিটেডের সৌজন্যে ও জেলা পুলিশ সুপারের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের চার শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর হালিশহরের জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাজী ফার্মস লিমিটেডের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল হাসান।

s alam president – mobile

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপটুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন (ডিএসবি) ও অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কাজী ফার্মস লিমিটেডের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল হাসান ও জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহসহ অন্যান্য অতিথিরা।

এই সময় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তারা কোনো কিছুর পাওয়ার লোভে যুদ্ধে অংশ নেননি।’

Yakub Group

বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলের মহাসড়কে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!