মা ইলিশ রক্ষায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও কাজির দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।
অভিযানে চিংড়িতে জেলি মেশানোর দায়ে বহদ্দারহাটে এক মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, মা ইলিশ রক্ষায় বহদ্দারহাট ও কাড়ির দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস অধিদপ্তর। অভিযানে চিংড়িতে জেলি মেশানোর অপরাধে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়। তবে অভিযানে অ্যাগোরা, স্বপ্ন ও শপিং ব্যাগ নামের তিনটি সুপারশপে কোনো ধরনের মাছ পাওয়া যায়নি। মা মাছ রক্ষায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে (২২ দিন) ইলিশ ধরা বন্ধ থাকায় জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে চট্টগ্রামের বাজার তদারকি করছে মৎস্য অধিদপ্তরের তিনটি টিম।
এএস/এএইচ