চট্টগ্রাম নগরীর সাগরিকা রেলগেট এলাকায় চালবাহী ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হক (৬০) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিহত শামসুল হক পাহাড়তলী থানাধীন দিদার কলোনির শওকত গ্যারেজ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা সামসুল হক নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার জানান, আজ ভোরে লবণ ফ্যাক্টরি রেল গেট এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত শামসুল হক নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আইএমই/এমএহক



