চট্টগ্রামে মানবিক যোদ্ধা জ্যোতির্ময় ও নাফিসার ভালোবাসার উপহার

করোনার প্রকোপে দেশ যখন বিপর্যস্ত তখন চট্টগ্রাম ও ঢাকার সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবারের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারুণ্যের কান্ডারি প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও ঢাকার নাফিসা আনজুম খান। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ মে) বেলা ১২টায় চট্টগ্রাম নগরের মোমিন রোডস্থ মৈত্রী ভবনে জ্যোতির্ময় ও নাফিসা মিলে লকডাউনে ক্ষতিগ্রস্থ প্রায় দুই শতাধিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।

অনুষ্ঠানে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নাফিসা আনজুম খানের হাতে তুলে দেওয়া হয় সন্মাননা স্মারক।

এ সময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মানবাধিকার কর্মী সুচিত্রা গুহ টুম্পা, একেএম তরিকুল ইসলাম রানাসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

এরপর নগরীর দেওয়ান বাজার এলাকায় ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারির সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের হাতে উপহার তুলে দেন নাফিসা আনজুম খান ও প্রকৌশলী জ্যোতির্ময় ধর।

এতে মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী বাপ্পি দেব বর্মণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm