চট্টগ্রামে মাদক মামলায় মিয়ানমার নাগরিকের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় মো. সাদেক ওরফে ইলিয়াছ নামের এক মিয়ানমার নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত এই রায় দেন।

মো. সাদেক (২২) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরার্ণী ক্যাম্প আমগাছ তলা ব্লক মৃত জাহিদ হোসেনের ছেলে।

s alam president – mobile

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

Yakub Group

২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!