চট্টগ্রামে মাদকের দুই মামলায় ৩ আসামির সাজা

চট্টগ্রামে মাদকের দুই মামলায় রায় ঘোষণা করেছেন আাদালত। এর মধ্যে এক মামলায় একজনের যাবজ্জীবন এবং অপর মামলায় দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালতে কর্ণফুলী থানা এলাকায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন (৩৭)। তিনি ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর বেদে পাড়ার আনু মিয়ার ছেলে।

একইদিনে ১৫ বছর আগে নগরীর হালিশহর থানার ছোটপুল মুন্সী পাড়া থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দু’জনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রেজাউল করিম ওরফে ডাইল করিম ও কুমিল্লা জেলার চান্দিনা থানার কুটুম্বপুর রজ্জব আলী মহুরীর বাড়ির আব্দুস ছামাদের ছেলে মো. গিয়াস উদ্দীন (৪৭)।

Yakub Group

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর জানান, ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাতবছরের কারদণ্ডের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট কানু রাম শর্মা জানান, ১৫ বছর আগে ছোটপুল মুন্সী পাড়া থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রেজাউল করিম ওরফে ডাইল করিম ও মো. গিয়াস উদ্দীনকে ৭ বছরের কারাদণ্ড পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!