চট্টগ্রামে মাদকসেবন ও ছিনতাইয়ে পুলিশের সোর্স, টাইগারপাস থেকে আটক ১

পুলিশের সোর্স পরিচয় দিয়ে সন্ত্রাস ও ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় খুলশী থানাধীন টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আসামি মো. মনির (৪০) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩-৪টি মামলা আছে। খুলশী থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন মনিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২৯ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে টাইগারপাস রেলের সীমানায় (পানির পাম্প এলাকা) ঢুকে মনির ও তার কয়েকজন সহযোগী মাদকসেবনের চেষ্টা করলে রেলের অস্থায়ী নৈশ প্রহরী সুকুমার দাশ বাধা দেয়। এসময় মনির ও তার সহযোগীরা সুকুমার দাশকে মারধর করে।

স্থানীয় যুবক শাকিল নৈশপ্রহরীকে অযথা মারধরের প্রতিবাদ করলে মনির শাকিলের ওপর চড়াও হয়ে তাকেও মারধর করে। আহত শাকিল প্রাথমিক চিকিৎসা শেষে খুলশী থানায় গিয়ে মনিরকে আসামি করে মামলা দায়ের করে।

রোববার পুলিশের একটি টিম টাইগারপাস থেকে মনিরকে গ্রেপ্তার করে। মামলার বাদী শাকিল জানান, মনির এলাকায় মাদক সেবন, মাদকব্যবসা, ছিনতাইসহ নানা অপকর্মে লিপ্ত।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর বলেন, আটক মনিরকে সোমবার (২ আগস্ট) আদালতে চালান করা হবে।

জেএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm