হাটে গরু দেখতে গিয়ে এক মহিষের গুঁতায় এক কিশোরের মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীতে।
শুক্রবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত কিশোরের নাম মো. কামরুল ইসলাম ইরহাম (১৭)। সে শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় সে।
গুরুতর আহত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়।
কেএস