চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে বায়েজিদ বোস্তামীতে ময়লার স্তূপ ধসে সিটি কর্পোরেশনের এক কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে নগরীর বায়েজিদ বোস্তামীর আরেফিন নগর ড্রাম গেট এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনাগারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কামাল (৪০)। তিনি সংস্থাপন বিভাগের অধীন কেন্দ্রীয় কবরস্থানে কবর খননকারী পদে কর্মরত ছিলেন। আহত যুবকের নাম শাকিল। তারা দু’জনে একসঙ্গে ময়লার স্তূপে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়েছিলেন।
জানা গেছে, কামাল ও শাকিল প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত জিনিস কুড়িয়ে আনতে যান। সেখানে অতিবৃষ্টির কারণে ময়লার স্তূপ ধসে পড়লে তারা আটকা পড়েন। এ সময় শাকিল বেঁচে ফিরলেও মারা যান কামাল। পরে সিটি কর্পোরেশনের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, আবর্জনাগার থেকে পরিত্যক্ত জিনিস কুড়ানোতে যান কামাল ও শাকিল। এ সময় বৃষ্টিতে ময়লার স্তূপ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। ময়লাস্তূপে চাপা পড়া শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আরএ/ডিজে