চট্টগ্রামে ময়লার ভাগাড়ে পাওয়া গেল নবজাতকের লাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে সড়কের পাশে থাকা ময়লা ভাগাড়ে নবজাতক শিশু কন্যার লাশ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নার্সের পোশাক পরিহিত এক মেয়ে এই নবজাতককে রেখে যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে চট্টগ্রাম শিশু হাসপাতালের পাশের গলিতে কাসেম মঞ্জিলের গেইটের পাশে ময়লা ভাগাড়ে এ নবজাতকে দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আযাদ বলেন, সকালে ঘুম উঠে এক বাচ্চার লাশ ময়লা স্তুপে দেখতেই পাই। পরে পাঁচলাইশ থানায় খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে। পরে ওখান থেকে আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশটি হস্তান্তর করে তারা

তিনি আরও বলেন, আমরা ওই স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখি, নার্সের পোশাক পরিহিত এক মেয়ে এ নবজাতকে কাসেম মঞ্জিলের গেইটের পাশে ময়লা ভাগাড়ে রেখে যায়। আমরা বিষয়টি পাচলাইশ থানায় অবহিত করেছি।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm