চট্টগ্রামে ভুল ইনজেকশনে ২২ ভেড়া মারা গেল একে একে

0

চট্টগ্রামে এক পশু চিকিৎসকের ভুল ইনজেকশনে এক খামারির ২২টি ভেড়া মারা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের পশু চিকিৎসক মোহাম্মদ হোসেনের সহকারী হাসানের ভুল ইনজেকশন পুশ করায় নুরুল আনোয়ার নামে এক খামারির ২২টি ভেড়া মারা গেছে। গত বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজারে কৃষক নুরুল আনোয়ারের খামারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

খামারি আনোয়ারের অভিযোগ, পশু চিকিৎসক মোহাম্মদ হোসেন তার সহকারী মো. হাসানের মাধ্যমে কৃমিনাশক ওষধ নাইট্রোনেক্স দেওয়ার পর ভেড়াগুলো মরতে শুরু করে।

s alam president – mobile

নুরুল আনোয়ার জানান, খামারের ভেড়া অসুস্থ হয়ে পড়লে বৈরাগ ইউনিয়নের পশু চিকিৎসক মোহাম্মদ হোসেনের কাছে যান তিনি। চিকিৎসক হোসেনের পরামর্শে তিনি কৃমিনাশক ওষুধ নাইট্রোনেক্স ওষুধ নিয়ে আসেন। চিকিৎসক মোহাম্মদ হোসেন তার সহকারী হাসানের মাধ্যমে বুধবার সকাল ১০টায় ওষুধটি ৩০টি ভেড়ার শরীরে পুশ করার ২ ঘন্টা পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২২টি ভেড়া মারা যায়। এছাড়া অসুস্থ হয়ে পড়ে আরও বেশ কয়েকটি ভেড়া।

তিনি আরও জানান, আনোয়ারা উপজেলা পশু কর্মকর্তার পরামর্শে অন্য ওষুধ দেওয়ার পর কিছু ভেড়া সুস্থ হয়ে ওঠে। তিনি চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

তবে চিকিৎসক মোহাম্মদ হোসেন ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন, ইনজেকশনের বিষয়ে আমি কিছু জানি না। খামারি নুরুল আনোয়ারের কথা মতে আমার সহকারী মো. হাসান কৃমিনাশক ওষুধ নাইট্রোনেক্স ভেড়ার শরীরে পুশ করেছে। আমি কোন ওষুধ লিখে দিইনি।

Yakub Group

আনোয়ারা উপজেলা পশু চিকিৎসক মো. দেলোয়ার হোসেন জানান, নাইট্রক্স কৃমিনাশক ওষুধ বিপদজনক। কোন দুর্বল পশুর মধ্যে এ ওষুধ ব্যবহার করা উচিত নয়। বেশি জরুরি হলে ২৫ কেজি ওজনের পশুর মধ্যে এ ওষুধ ১ এমএল পরিমাণ দেওয়া যেতে পারে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ২২টি ভেড়া মারা যাওয়ার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!