চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের ঠিকানা বদলে গেল

চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) ঠিকানা বদলে গেছে। এখন থেকে নতুন ঠিকানায় ভিসার আবেদন ফরম জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নতুন এই ভবন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা। এই সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হলো নাসিরাবাদ ২ নম্বর গেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে চট্টগ্রাম ট্রেডিং হাউস ভবনের দ্বিতীয় তলায়।

এর আগে এতদিন চট্টগ্রামের মানুষ খুলশী থানা এলাকার জাকির হোসেন রোডের হাবিব লেইনে ভিসার আবেদন জমা করতো।

এদিকে উদ্বোধনকালে প্রণয় ভার্মা বলেন, ‘এখন থেকে খুলশীর পুরাতন আইভেক সেন্টার বন্ধ থাকবে। নতুন ঠিকানার আইভেক সেন্টারে আরও বিস্তৃত পরিসরে সেবা পাবে মানুষ। ভিসা প্রত্যাশীদের সুবিধার জন্য অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে ভারতীয় ভিসা আবেদেনের কেন্দ্রটি চালু করা হয়েছে। এতে চট্টগ্রামের বাসিন্দাদের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ হবে।’

বিএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!