চট্টগ্রামে ভাগ্নের বাসায় বেড়াতে এসে মামা খুন

ঢাকা থেকে চট্টগ্রামের লালখানবাজার এলাকায় ভাগ্নের বাসায় বেড়াতে এসে ছুরিকাঘাতে খুন হলেন মামা আইয়ুব আলী (৫৫)। তিনি পেশায় প্রাইভেটকার চালক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা তাকে খুন করেছে তা এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ।

নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, আগ্রাবাদ এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন আইয়ুব আলী নামের এক প্রাইভেটকার চালক। তিনি ঢাকা থেকে লালখানবাজার এলাকায় তার ভাগ্নের বাসায় বেড়াতে এসেছিলেন।

তিনি বলেন, ‘তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করছি। একইসঙ্গে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা করছে।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm