চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকদের বিক্ষোভ

চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকরা।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আগ্রাবাদ ট্রাফিক অফিসের সামনে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করে। ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’র ব্যানারে চালকরা এই কর্মসূচি পালন করেন।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য নির্ধারিত ৩ হাজার ২৫০ টাকা জরিমানা কমানো, জব্দকৃত রিকশা ও ইজিবাইক ১০ দিন হেফাজতে রাখার বিধান বাতিল; বিআরটিএ অনুমোদিত লাইসেন্স, নীতিমালা, রুট পারমিট ও সার্ভিস লেন চালু।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম ট্রাফিক জোনের উপকমিশনার নিস্কৃতি চাকমা বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে, পুলিশ এককভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না। আমরা আইন মেনে কাগজপত্র যাচাই করেই কাজ করছি এবং চালকদের বোঝানোর চেষ্টা করছি, যাতে সড়ক স্বাভাবিক করা যায়।

এদিকে বিক্ষোভের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm