চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রি, দুই দোকানিকে অর্থদণ্ড

মিললো মেয়াদহীন ওষুধও

চট্টগ্রাম নগরীতে ডিমের চাহিদা ও সংকটকে হাতিয়ার বানিয়ে বেশি দামে ডিম বিক্রি করে আসছে পাইকারি ডিম বিক্রেতারা। এমন দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রি, দুই দোকানিকে অর্থদণ্ড 1

একইসঙ্গে বেশি দামে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) নগরীর পাহাড়তলী ও দেওয়ানহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।

জানা গেছে,  পাহাড়তলী ডিটি রোডে অধিক লাভের আশায় পাইকারিতে বেশি দামে ডিম বিক্রি করায় জান্নাত পোল্ট্রি নামে এক ডিমের ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বাজারের আনিকা ইন্টারপ্রাইজ নামের পাইকারি ও খুচরা বিক্রির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দেওয়ানহাট মোড়ে পূর্বের মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় নিহা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, প্রদর্শিত মূল্য তালিকার চেয়েও বেশি দামে ডিম বিক্রি করায় পাহাড়তলীর ডি টি রোডে জান্নাত পোল্ট্রি নামের এক ডিমের দোকানকে জরিমানা করা হয়। এছাড়া পাহাড়তলী রেলওয়ে বাজারের আনিকা ইন্টারপ্রাইজ নামে পাইকারি ও খুচরা ডিমের দোকানিকে জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় নিহা ড্রাগ হাউস নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm