চট্টগ্রামে বৃষ্টি থাকবে সোমবার পর্যন্ত

চট্টগ্রাম বিভাগসহ খুলনা, বরিশালে আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা চলতে থাকবে। এরপর কমে আসতে পারে বৃষ্টিপাত।

রোববার (২৫ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে। আগামী ৩ দিন ওই অঞ্চলে বৃষ্টিপাত আরও কমতে পারে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগসহ খুলনা, বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm