চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক সংগঠন বিশ্বতান-এর উদ্যোগে পিঠা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) নগরীর দক্ষিণ নালাপাড়ার সংগঠন কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক ও লোকসংগীত গবেষক নাসির উদ্দিন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন ফারহানা বেগম, লায়ন জিএম সাইদুর রহমান মিন্টু ও আব্দুর নুর। অতিথি ছিলেন লেখক নাহিদ নেওয়াজ ও অশোক দাশ।
এতে হরেকরকম পিঠা নিয়ে অংশ নেন অর্পণা শীল, লাভলী দাস, সুমি দাশ গুপ্তা, লিজা দাশ, রিতা সাহা, ফ্লোরেন্স মজুমদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন হায়দার বলেন, ‘সারাবছরই হরেকরকম পিঠা খাওয়া আবহমান বাংলার ঐতিহ্য। তবে শীতকালে সবচেয়ে বেশি পিঠা খাওয়া হয়। বাংলার ঘরে ঘরে নবান্ন আসে পিঠার ঘ্রাণ নিয়ে। পিঠার ঐতিহ্যকে ধরে রাখতে নতুন প্রজন্মের প্রতিনিধিরা আজ যে আয়োজন করলো তা অনন্য।’
অর্পিতা আচার্য্যের সঞ্চালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য, সহসভাপতি নিবেদিতা আচার্য্য, সভাপতি নরেণ সাহা, সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য্য, অর্থ সম্পাদক কনক বিশ্বাস, মুন্নি আক্তার ও জেসমিন জুঁই।
এতে চট্টগ্রাম বিভাগ থেকে চ্যানেল আই সেরাকণ্ঠ গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত শিল্পী জুয়েল পাল, অপু, কৌশিক ও রক্তিমকে সম্মাননা দেওয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন নিবেদিতা আচার্য্য।